সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সুনামগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।

সূত্র জানায়, অভিযানে কোমল পানীয়ের মেয়াদোত্তীর্ণ, পঁচা খেজুর রাখা ও মিষ্টিতে মাছি থাকার কারণে ডিএস রোডের মাসুম ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা, মিষ্টিতে মাছি পাওয়ার কারণে স্টেশন রোডের পিউরিয়াকে তিন হাজার টাকা এবং দোজা মার্কেটের অর্ণব গিফট কর্ণারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন সাংবাদিকদের জানান, নিয়মিত অভিযানের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেনসহ সদর মডেল থানার পুলিশ।