চালের মৌসুমেও দাম বৃদ্ধিতে অ্যাকশনে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোক্তাকন্ঠ ডেস্ক: মৌসুমেও চালের দাম বৃদ্ধি নিয়ে অ্যাকশনে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ অবৈধভাবে চাল মজুত করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি । বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চাল ও তেল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মার্কেট সার্ভে করে দ্রুত অ্যাকশনে যেতে বলা হয়েছে। তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মজুত করলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Related posts:

সাংবাদিকদের সহযোগিতায় ১০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিএডিসির ধানবীজের দামে দিশেহারা কৃষকরা
এ বছরেই খুলে দেওয়া হবে পদ্মা সেতু-মেট্রোরেল-কর্ণফুলী টানেল
প্রাণি খাদ্যে আয়োডিনযুক্ত লবণ না থাকলে জেল জরিমানা
নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রির জন্য মৌলভীবাজারে মত বিনিময় সভায় মহাপরিচালকের দিক নির্দেশ...
সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত বেড়ে দ্বিগুণ
বিটিআরসির বন্ধের তালিকায় এক লাখ ২৫ হাজার মোবাইল ফোন 
১ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা, স্টলের ভাড়া কিস্তিতে
পাসওয়ার্ড মনে করিয়ে দেবে ক্রেডেনশিয়াল ম্যানেজার
২১ কোটি করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করা হয়েছে