যেভাবে বন্ধ করবেন হ্যাং হওয়া ফোন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কখনো কখনো জরুরি কাজের সময় ফোন হ্যাং হয়ে কাজ করছে না। তখন অনেক বড় ঝামেলায় পড়তে হয়। নানা কারণে ফোন হ্যাং হতে পারে। তবে বিপত্তি বাঁধে তখন যখন হ্যাং হয়ে পাওয়ার অন হয়ে থাকে।

এমন এক পরিস্থিতিতে পড়তে হয় যে ফোন বন্ধও করা যায় না। আবার জরুরি কাজও করা যায় না। তবে ছোট্ট একটি ট্রিকস জানা থাকলে সহজেই ফোনের পাওয়ার অফ করতে পারবেন। অনেক সময় এমন হয় যে ফোন রিস্টার্ট করলেই ঠিক হয়ে যায়।

মোবাইলের শব্দ বাড়ানো ও কমানোর বোতাম ও পাওয়ার বোতাম, সব একসঙ্গে ১০ সেকেন্ড টিপে ধরে রাখতে হবে। তারপরেই কিন্তু ফোন নিজে থেকে রিস্টার্ট নেবে। সমাধান খুব সহজ। তবে না জানা থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া হতেই পারে কঠিন। সূত্র: মেক ইউজ অব।