করোনা সংকটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি

অনলাইন ডেস্ক: বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) বাস্তবায়নে দেখা দিয়েছে করোনা সংকট। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপির ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ তেমন একটা এগোয়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এডিপির এমন বেহাল দশার তথ্য উঠে এসেছে। 

গতবারের চেয়ে প্রায় ছয় হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। এমনকি আগের ২০১৮–১৯ অর্থবছরে এডিপির যত টাকা খরচ হয়েছে, বিদায়ী বছরে তা–ও খরচ করা সম্ভব হয়নি।

দেশের শীর্ষ ১০টি প্রকল্পে গত ৩ মাসে অগ্রগতি হয়েছে মাত্র ২-৩ শতাংশ। জানা গেছে, করোনার কারণে বহু প্রকল্পের কাজ বন্ধ আছে বা খুব ধীর গতিতে চলছে। অনেক বিদেশি প্রকৌশলী এখনো কাজে যোগ দিতে পারেননি। স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট নির্মাণের কাজও গত এপ্রিল-মে মাসে বন্ধ ছিল। 

২০১৯–২০ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ১৫ হাজার ১১৪ কোটি টাকা। কাঙ্ক্ষিত হারে বাস্তবায়ন না হওয়ায় গত এপ্রিলে তা ২ লাখ ১ হাজার ১১৯ কোটি টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই সংশোধিত এডিপির ৮০ দশমিক ১৮ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ১ লাখ ৬১ হাজার ৩২১ কোটি টাকা।

আইএমইডির ওয়েবসাইটে দেখা গেছে, ২০০৪-০৫ অর্থবছরের আগের এডিপি বাস্তবায়নের কোনো তথ্য নেই। গত ১৬ অর্থবছরের মধ্যে এবারই সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে। এ ছাড়া প্রতিবছর মূল এডিপি তো দূরের কথা, সংশোধিত এডিপিরও পুরোটা কখনো বাস্তবায়ন হয়নি। গত দেড় দশকের মধ্যে প্রতিবছর সংশোধিত এডিপির ৮৮ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে।