ইউক্রেন সীমান্ত থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটি জানিয়েছে, মোতায়েন থাকা বেশ কিছু সেনাকে ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে সামরিক ঘাঁটিতে নেওয়ার কাজ শুরু হয়েছে।

ইউক্রেনে হামলা নিয়ে পশ্চিমাদের আশঙ্কার মধ্যেই সেনা সরানোর কথা সামনে আনলো মস্কো। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রুশ বার্তাসংস্থাগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘দায়িত্বপালন শেষে দক্ষিণাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলাগুলোর অধীনস্ত ইউনিটগুলো ইতোমধ্যেই রেল ও সড়ক পরিবহনগুলোতে আসন গ্রহণ করতে শুরু করছে এবং আজই তারা তাদের সামরিক ঘাঁটিতে ফিরে যাবে।’