বায়ুদূষণে বাড়ছে জটিল অসুখ : গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

বায়ুদূষণে মানুষের হৃৎপিণ্ড, উচ্চ রক্তচাপ, কিডনির নানা জটিল রোগ সৃষ্টি করছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজির (এএসএন) ‘কিডনি উইক ২০২১’ শীর্ষক অনলাইন সম্মেলনে ৪ নভেম্বর  গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় ইংরেজি গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনমিক টাইমসসহ কয়েকটি সংবাদপত্র এ তথ্য প্রকাশ করেছে।

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের মাত্রা বাড়ার কারণে প্রাপ্তবয়স্কদের ক্রনিক কিডনি ডিজিস বা সিকেডির (দীর্ঘদিনের কিডনির অসুখ) পাশাপাশি উচ্চ রক্তচাপের সঙ্গে দেহে গ্যালেক্টিন নামে এক ধরনের প্রোটিনের পরিমাণ বাড়ে।

দেহে গ্যালেক্টিনের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আর সেই ক্ষত কোনোভাবে সারানো সম্ভব হয় না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস’।

গবেষণার নেতৃত্বে থাকা আমেরিকার কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফসা তারিক বলেন, যখন হৃৎপিণ্ডে ফাইব্রোব্লাস্ট নামে বিশেষ ধরনের একটি কোষ কোলাজেন তৈরি করতে শুরু করে, তখনই মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস দেখা দেয়। আর এতে হার্ট (হৃৎপিণ্ড) ফেইলিউর হয়, যা মৃত্যু ডেকে আনে। বায়ুদূষণের সঙ্গে কিডনির অসুখ ও হৃদরোগের সম্পর্ক রয়েছে।

গবেষণায় উঠে এসেছে, বাতাসে বিশেষ ধরনের দূষণ কণার (পার্টিকুলেট ম্যাটার ২.৫) পরিমাণ বাড়লেই হৃদরোগের সৃষ্টি হচ্ছে; ক্ষতি হচ্ছে কিডনিরও। দূষণ কণার পরিমাণ কম থাকলে হৃৎপিণ্ড ও কিডনির ততোটা ক্ষতি হচ্ছে না।

প্রায় দুই বছর ধরে গবেষকরা প্রায় দেড় হাজার রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষা করে এমনটি দেখতে পেয়েছেন।