হোটেল-মোটেল ও গেস্ট হাউস খুলছে কক্সবাজারে

আগামী ২৪ জুন, বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা হচ্ছে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউস। তবে পর্যটনকেন্দ্র যথারীতি বন্ধ থাকবে এবং সৈকতে কোনো লোকজনকে নামতে পারবে না। গতকাল সোমবার (২১ জুন) বিকেলে জেলা প্রশাসন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

করোনা সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে পর্যটকসহ লোকসমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মজীবীদের জীবন-জীবিকা নির্বাহসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল, মোটেল ও গেস্টহাউসগুলো ২৪ জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই এগুলো খোলা রাখা হবে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা তদারকির জন্য গঠন করা হয়েছে মনিটরিং কমিটি। এই কমিটি হোটেল-মোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা বেঁধে দিয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে হোটেল-মোটেল বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে শর্তগুলো হলো, ৫০ ভাগ কক্ষ বুকিং, রুম সার্ভিস ছাড়া রেস্টুরেন্ট বন্ধ এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেয়া যাবে না। এছাড়া বন্ধ থাকবে সুইমিংপুল। হোটেলে প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রে ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। লবিসহ সব কক্ষে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা করতে হবে।’

আরও পড়ুনঃ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোয় নৌযান চলাচল বন্ধের ঘোষণা