ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়মের অভিযোগ ওঠা ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিটির বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক ও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সভায় ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ বিভিন্ন ই-কমার্সের বিষয় উঠে এসেছে।

এ প্রতিষ্ঠানগুলো যেহেতু ইতোমধ্যে আইন অমান্য করেছে, সুতরাং মিনিস্ট্রি সরাসরি কোনো দায়িত্ব না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রেফার করে দেওয়া তারা যাতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এটা হলো কমিটির সুপারিশ।’

এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হবে বলেও জানান হাফিজুর রহমান।

 

Related posts:

‘ডিজিটাল সিস্টেমের’ মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রম জোরদারে চিঠি
বরাদ্দ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, প্রভাব পড়বে কি ভোক্তার উপর?
সব ভোক্তার জন্য ২১৭ জন জনবল দিয়ে কাজ করা অসম্ভব: ডিজি
জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
‘নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়’
রমজানে পর্যাপ্ত সরবরাহ থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্য
দাম বাড়ছে সিমেন্টের : সরবরাহ সংকট, দাবি সংশ্লিষ্টদের
১৪ কোম্পানির পাস্তরিত দুধের নিষেধাজ্ঞা স্থগিত
গ্রীষ্ম-রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে
করোনায় ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ৪৮০০, বেড়েছে সংক্রমণ