সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

রাজশাহীতে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর চন্দ্রিমা এলাকার সাবের আলী ও তানোরের শফিকুল ইসলাম।

শনিবার দুপুরে র‌্যাব-৫ কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন।

এ বছরের জানুয়ারিতে একই কায়দায় তিন যুবককে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় সাত লাখ টাকা আত্মসাৎ করেন। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।