ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৫ দফা দাবিতে ডাকা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দেশব্যাপী চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে শ্রমিক মালকদের এতিনিধিরা এ তথ্য জানান।

ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো.মনির এবং বাংলাদেশ কাভার্ডভ্যান- ট্রাক- প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক সমিতির সভাপতি মুকবুল আহমদ সাংবাদিকদের জানান, তাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। এ কারণে ধর্মঘট প্রত্যাহার করেছেন।

এসময় বাংলাদেশ কাভার্ডভ্যান- ট্রাক- প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মুকবুল আহমদ, মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো.মনির, জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, যুগ্মসম্পাদক আরিফুল রহমান( রুবেল), স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সংশ্লিষ্ঠ সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন