চিহ্নিত ৫২ ভেজাল খাদ্যপন্যের ভেতর আরও দু’টির লাইসেন্স বাতিল

ঢাকা, ১৬ মে বৃহস্পতিবারঃ আজ জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা, বিএসটিআই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গতকাল বুধবার নিম্নমানের পণ্য উৎপাদনকারী হিসেবে চিহ্নিত ৭ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের পর আজ আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছেন তাঁরা।

বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী এস এম ইসহাক আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ চট্টগ্রামের এস এস কনজ্যুমার প্রোডাক্টের ‘পিওর হাটহাজারী’ ব্রান্ডের মরিচের গুড়া এবং নওগাঁর কিরণ ট্রেডার্সের ‘কিরণ’ ব্রান্ডের লাচ্ছা সেমাইয়ের লাইসেন্স বাতিলের ঘোষণা জারি হয়েছে। একইসাথে ২৫টি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে, সম্প্রতি বিএসটিআই কর্তৃক সংগৃহীত নমুনা থেকে প্রাপ্ত নিম্নমানের তালিকায় থাকা ৫২ টি পণ্যের মাঝে ২০ টির লাইসেন্স বাতিল ও বাকীগুলো স্থগিত করা হল।

আজকের বিজ্ঞপ্তি অনুসারে লাইসেন্স স্থগিত করা প্রতিষ্ঠানগুলো হচ্ছেঃ

১.  ঢাকার বাঘাবাড়ী স্পেশাল ঘি কোম্পানির ‘বাঘাবাড়ী স্পেশাল’ ব্রান্ডের ঘি

২. সিলেটের নিশিতা ফুডসের ‘নিশিতা’ ব্রান্ডের সুজি

৩. সিলেটের মঞ্জিল ফুডস অ্যান্ড প্রোডাক্টসের মঞ্জিল ব্রান্ডের হলুদের গুড়া

৪. কুষ্টিয়ার শান ফুডের ‘শান’ ব্রান্ডের হলুদের গুড়া

৫. রাজশাহীর কাশেম ট্রেডার্সের ‘ডলফিন’ ব্রান্ডের হলুদের গুড়া

৬. রাজশাহীর কাশেম ট্রেডার্সের ‘ডলফিন’ ব্রান্ডের মরিচের গুড়া

৭. রাজশাহীর আমিরুল ট্রেডার্সের ‘সূর্য’ ব্রান্ডের      মরিচের গুড়া

৮. খুলনার গ্রীন ল্যান্ডস মিল্ক প্রোডাক্টসের গ্রীন ল্যান্ডস ব্রান্ডের মধু

৯. খুলনার মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজের মধুমতি ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ

১০. ঝালকাঠির নূর সল্ট ইন্ডাষ্ট্রিজের ‘নূর স্পেশাল’ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ                 

১১. ঝালকাঠির নিউ ঝালকাঠি সল্ট মিলসের ‘দাদা সুপার’ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ

১২. ঝালকাঠির কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের ‘তিন তীর ব্রান্ডের’ আয়োডিনযুক্ত লবণ

১৩. ঝালকাঠির লাকী সল্ট ইন্ডাস্ট্রিজের মদিনা ও স্টারশীপ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ

১৪. ঝালকাঠির তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের ‘তাজ‘ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ

১৫. ঝালকাঠির জেদ্দা ফুড ইন্ডাস্ট্রিজের ‘জেদ্দা’ ব্রান্ডের লাচ্ছা সেমাই

১৬. বরিশালের অমৃত ফুড প্রোডাক্টসের ‘অমৃত’ ব্রান্ডের লাচ্ছা সেমাই

১৭. সিলেটের মধুফুল অ্যান্ড প্রোডাক্টসের ‘মধুফুল’ ব্রান্ডের লাচ্ছা সেমাই

১৮. চট্টগ্রামের মিঠাই সুইটস অ্যান্ড বেকারীর মিঠাই ব্রান্ডের লাচ্ছা সেমাই

১৯. চট্টগ্রামের ওয়েল ফুড অ্যান্ড বেভারেজের ‘ওয়েল ফুড’ ব্রান্ডের লাচ্ছা সেমাই

২০. চট্টগ্রামের মিষ্টি মেলা ফুড প্রোডাক্টসের ‘মিষ্টি মেলা‘ ব্রান্ডের লাচ্ছা সেমাই       

২১. চট্টগ্রামের মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুটের মধুবন ব্রান্ডের লাচ্ছা সেমাই

২২. চট্টগ্রামের কে আর ফুড ইন্ডাস্ট্রিজের কিং ব্রান্ডের ময়দা

২৩. চট্টগ্রামের রূপসা ফুড প্রোডাক্টসের রূপসা ব্রান্ডের ফারমেন্টেড মিল্ক

২৪. চট্টগ্রামের ইমতিয়াজ ব্রেড অ্যান্ড ফুডের মেহেদী ব্রান্ডের বিস্কুট

এবং

২৫. ব্রাহ্মণবাড়িয়ার তাঈয়েবা ফুড প্রোডাক্টসের মক্কা ব্রান্ডের চানাচুর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎপাদনকারীদের বিক্রিত মালামাল বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহারের পাশাপাশি পুনঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে হবে।