রাজধানীর রমনা এলাকায় বাজার তদারকি অভিযান

ঢাকা, ২১ অক্টোবর সোমবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল জব্বার মন্ডলের তত্ত্বাবধানে সহকারী পরিচালক, ঢাকা জেলা কার্যালয় ও ইন্দ্রানী রায়ের পরিচালনায় আজ ঢাকা মহানগরীর রমনা থানাধীন বিভিন্ন কাঁচাবাজারে অভিযান এবং পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়। উক্ত তদারকি কাজে রমনা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেছে বলে অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে।