শুক্রবার থেকে বাস-ট্রাক ধর্মঘট

ভোক্তকন্ঠ ডেস্ক:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (০৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তথ্য ও গবেষণা সম্পাদক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বৃহস্পতিবার (০৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি করার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। তাই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

মাহাতাব বলেন, হয় তেলের দাম কমাতে হবে, নইতো ভাড়া বৃদ্ধি করতে হবে। তা না হলে ধর্মঘট চলবে।

উল্লেখ্য, বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। নতুন দাম প্রতি লিটার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই দাম কার্যকর হয়েছে।