মালিকদের অসহযোগিতায় চালু হচ্ছে না নগর পরিবহন: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বাস মালিকদের অসহযোগিতার কারণে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত বাস চলাচল সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।  ১ ডিসেম্বর  থেকে এ সার্ভিস চালুর কথা ছিল।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মেয়র তাপস। তিনি এই কমিটির আহ্বায়ক।

বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে এই পাইলট রুটে ১০০টি বাস চলার কথা ছিল। এর নাম দেওয়া হয়েছিল নগর পরিবহন।