রাজধানীসহ সারা দেশের চামড়া ও নিত্যপণ্যের বাজারে অভিযান

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীসহ সারাদেশে লবনযুক্ত কোরবানির পশুর চামড়া ও নিত্যপণ্যের বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ১২ আগস্ট ঢাকা মহানগরীর পোস্তা, ওয়ারী, হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকা এবং সাভারের ট্যানারি শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়।

কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে লবণযুক্ত চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ, পণ্যের মূল্য তালিকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও অননুমোদিত রং
ফ্লেবার ব্যবহারের অপরাধে সারাদেশ ১২৭টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৭৯ হাজার ২ শ’ত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে লবনযুক্ত চামড়া ও যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনকে আহ্বান জানান।

Related posts:

চলছে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের চেষ্টা
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভের মুখে বাণিজ্যমন্ত্রী
পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনাঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী
নীলফামারী  হাসপাতাল চলছে খুঁড়িয়ে,  চিকিৎসাবঞ্চিত সাধারণ রোগীরা
গাজীপুরে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ সরঞ্জামে চলছিল চিকিৎসা
প্রস্তুত টিসিবি, এক কোটি পরিবার পাবে ন্যায্য মূল্যের পণ্য
ভোক্তা অধিদপ্তর: ৪৪ প্রতিষ্ঠানকে ২.৬০ লক্ষ টাকা জরিমানা
ভোক্তা অধিদপ্তরের হেডকোয়ার্টারের ১৯ জন করোনা আক্রান্ত
খাদ্যে ভেজাল রোধে সিটি করপোরেশনের আরও তৎপরতা চান নগরবাসী
ই-অরেঞ্জের বিরুদ্ধে  ভুক্তভোগীর আদালতে মামলা