বাজার তদারকিঃ ৯ প্রতিষ্ঠানকে ১৪.৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৫ এপ্রিল বুধবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (কার্যক্রম), তাহমিনা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি হতে জানা গেছে। গতকাল রোববার প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, জামালপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, রাজশাহী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, যশোর, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ-এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

সকাল ৯:১৫ টা থেকে ১০:০০ টা পর্যন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণের সমন্বয়ে দিনের কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত সভা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক জনাব শাহনাজ সুলতানা, জনাব আব্দুল জব্বার মন্ডল, জনাব রোজিনা সুলতানা, জনাব মোঃ মাগফুর রহমান ও জনাব মাহমুদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর শান্তিনগর, সেগুনবাগিচা, কাপ্তান বাজার, বাবু বাজার, শ্যাম বাজার, আমিন বাজার, রাজাবাজার, শাহ আলী, কল্যাণপুর, শুক্রাবাদ, বউবাজার, কারওয়ান বাজার, মীরেরবাগ, মধুবাগ, নিউ মার্কেট, পলাশী ও হাতিরপুল বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ৪৮ জন কর্মকর্তার নেতৃত্বে দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে মর্মে প্রতীয়মান হয় এবং বাজারে ক্রেতার উপস্থিতি কম পরিলক্ষিত হয়। এ সময় বাজার পরিস্থিতির এ স্বাভাবিক অবস্থা বজায় রাখার স্বার্থে সম্মানিত ক্রেতা/ভোক্তা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়/সংগ্রহ না করার জন্য অনুরোধ জানিয়ে হ্যান্ড মাইকে ঘোষণা দেয়া হয়। একইসাথে সম্মানিত পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীবৃন্দকেও গ্রহণযোগ্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়। টিসিবি কর্তৃক পরিচালিত ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করা হয়।

বাজার তদারকিকালে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ১২,৫০০/- (বারো হাজার পাঁচশত) টাকা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। অর্থাৎ গত ১৩ এপ্রিল ২০২০ তারিখে বিভিন্ন অপরাধে সর্বমোট ১৪,৫০০/- (চৌদ্দ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ করা হয়।

গত ১৩ এপ্রিল সোমবার, সর্বমোট ৫৬টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১৪,৫০০/- (চৌদ্দ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাবের সদস্যগণ এসব তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট ও প্যাম্পফ্লেট বিতরণ করা হয়েছে।