লকডাউনে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কা

১৪ই এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। এবং ২৮ এপ্রিল থেকে আরও ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে।

লকডাউনের কারণে অনেকে কর্মস্থলে বা গ্রামের বাড়িতে রয়েছেন। যারা দুরের কোনো কেন্দ্র থেকে করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারছেন না।

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিকিৎসকরা বলছেন, চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় ডোজ দেরি করে নিলেও কোনো সমস্যা হবে না বরং টিকার কার্যকরী ক্ষমতা আরও বেড়ে যাবে। ৮ মাস পরে নিলেও কোনো অসুবিধা নেই।

লকডাউনের আগে মেহেনূরনেচ্ছা দম্পতি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় চলমান লকডাউনে তাদের ঢাকায় থাকতে হয়েছে। ফলে কুষ্টিয়া থেকে ১৪ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময় থাকলেও তারা টিকা নিতে পারেনি।