ফেসবুক কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি কুমিল্লার ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন  ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার । বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

মোস্তাফা জব্বার বলেন, আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা এই (কুমিল্লা) বিষয়ে ফেসবুককে খুব কড়া ভাষায় অবহিত করেছি। যাতে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলতে না হয়।

তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। ওষুধ দিয়ে সমস্যা সমাধান করতে হবে।

ফেসবুকের সঙ্গে ২০১৮ সাল থেকে আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি এখন পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বাংলাদেশে তাদের বিশাল বাজার। বাংলাদেশের পরিস্থিতি ফেসবুক-ইউটিউব বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি,  একদিন তারা আমাদের হুকুম অনুযায়ী চলবে, আমাদের হুকুম অনুযায়ী সমস্ত কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যতগুলো চাপ দেওয়া দরকার সেই চাপ অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাট দেয়।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপ আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

 

Related posts:

সমুদ্র সম্পদকে ব্যবহার করে অর্থনীতিকে আরও গতিশীল করা হবেঃ প্রধানমন্ত্রী
বন্ধের মধ্যেও থেমে নেই দেশের ৬৭ টি কারখানা
জেলা প্রশাসকদের ওমিক্রন প্রতিরোধে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর জন্মদিনে পররাষ্ট্রমন্ত্রীর লেখা বই উপহার
ঘুসগ্রহণ ও মানি লন্ডারিংয়ের দায়ে ডিআইজি পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড
যাত্রী হয়রানি-ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি
সমুদ্র সম্পদ আহরণে আইএসএ-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বিচারক কামরুন্নাহারের কাছে কারণ জানতে পাওয়া হবে: আইনমন্ত্রী
৫ কোটি টাকার অস্ত্র-মাদক জব্দ নাফ নদী থেকে
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অভিযান ও জরিমানা