শিয়ালের মাংস বিক্রির ডিজিটাল প্রচারণা !!!

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এজন্য বিক্রেতারা ডিজিটাল প্রচারণা চালিয়েছে। তারা বেশ কিছু মাংস বিক্রি করেছে বলেও জানাগেছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে শহরের রাজঘাট এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

মাংসবিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড়িয়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে আসেন দুই যুবক। খবর পেয়ে পৌরশহরের রাজঘাট এলাকার বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক মিলে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা দিয়ে শিয়ালটি কিনে নেন।

বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে শিয়ালটি জবাই করা হয়। এজন্য স্থানীয় কসাই জিয়াকে ১৫০ টাকা দেওয়া হয়। শিয়ালটি জবাই করার সময় কেউ একজন মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও করেন।

ভিডিওতে দেখা যায়, সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক শিয়াল জবাই করে মাংস বিক্রির স্থানের বর্ণনা দেন। ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করেন। প্রতি কেজি মাংসের দাম ১০০০ টাকা বলে জানানো হয় ভিডিওতে। খবর পেয়ে কয়েকজন সেই গিয়ে সেই মাংস কিনে নেন। এর পরপরই শিয়ালের মাংস বিক্রেতারা সটকে পড়েন।

স্থানীয় কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সি বলেন, বিষয়টি আমি জানি না। যে এলাকায় শিয়াল জবাই ও মাংস বিক্রি করা হয়েছে, সেটি আমার ওয়ার্ডের আওতাভুক্ত নয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তদন্ত করা হবে।

 

Related posts:

লঞ্চডুবি : নিহত পরিবার প্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
শিক্ষার্থীর মৃত্যু, রামপুরা ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশে সয়াবিনের বিকল্প ক্যানোলা তেল বিক্রির প্রস্তাব দিলো কানাডা
রাজধানীর যেসব পয়েন্টে যান চলাচলে আজ নিয়ন্ত্রণ
ফতুল্লায় কয়েল তৈরির প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা
সমুদ্র সম্পদকে ব্যবহার করে অর্থনীতিকে আরও গতিশীল করা হবেঃ প্রধানমন্ত্রী
করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম
করোনাভাইরাস মোকাবেলায় ব্যবসায়ীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ অধিদপ্তরের
বেশি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল
বাগেরহাটে ২২২ বস্তা চাল জব্দ