করোনাভাইরাস মোকাবেলায় ব্যবসায়ীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ অধিদপ্তরের

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ ভাবে রাজধানীর বিভিন্ন বাজার ও টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়।

আজ জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক জনাব ফাহমিনা আক্তার, জনাব রজবীর নাহার রজনী, জনাব রোজিনা সুলতানা ও জনাব ইন্দ্রানী রায় এ অভিযান পরিচালনা করেন।

ঢাকা মহানগরের কাঠালবাগান বাজার, হাতিরপুল বাজার, পলাশী বাজার, ইসলামবাগ বাজার, বাবুবাজার, নয়াবাজার, কারওয়ান বাজার, পান্থপথ বউবাজার, হযরত শাহজালাল মার্কেট, শুক্রাবাদ বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, কলমিলতা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে একাধিক ব্যবসা-প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

একইদিনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক জনাব মোঃ মাগফুর রহমান এর পরিচালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক শহরের মোহাম্মদপুর টাউন হল বাজার ও মোহাম্মদপু কৃষি মার্কেটে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও তা মেনে চলার নির্দেশনা প্রদান করা হয় এবং ব্যবসায়ীদেরকে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের জন্য বলা হয়।

অভিযানেকালীন সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক এবং বাজার মূল্য
স্থিতিশীল দেখা যায়।

অভিযানে শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রতিনিধিগণ ও মোহাম্মদপুর থানা পুলিশ সহযোগিতা করেন