করোনা সংকটে মতপার্থক্যে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংকটের জেরে অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নে তীব্র মতপার্থক্য দেখা যাচ্ছে৷ মঙ্গলবার আলোচনায় বসছেন ইউরো এলাকার অর্থমন্ত্রীরা।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বে মানবজাতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভাইরাস মোকাবিলার পাশাপাশি সংকটের কারণে বিধ্বস্ত অর্থনীতি চাঙ্গা করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে৷ প্রায় সব দেশই সাধ্যমতো প্রণোদনার মত ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষতি কমানোর চেষ্টা করছে৷

এমন পরিস্থিতিতে উভয় সংকটে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ রাষ্ট্রজোট হিসেবে পারস্পরিক সংহতির ভিত্তিতে গভীর সহযোগিতাই ইইউ-র মৌলিক বৈশিষ্ট্য৷ এ পর্যন্ত একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইইউ সমষ্টিগতভাবে সমাধানসূত্র খুঁজে এসেছে৷ করোনা সংকটের মুখেও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে নীতিগতভাবে ঐক্যের সুর শোনা যাচ্ছে৷ কিন্তু মতপার্থক্য দেখা যাচ্ছে করোনা মহামারির বিপর্যয় প্রশ্নে৷

‘করোনা বন্ড’-এর বদলে ইউরোপীয় স্তরে সাধারণ সংকট মেটানোর যে সব সুযোগ আছে, সেগুলিরই সদ্ব্যবহার করার পক্ষে সওয়াল করছে কেউ ৷ উল্লেখ্য, অতীতেও বিশেষ করে দক্ষিণের দেশগুলির ঋণভারের দায় নিয়ে এমন বিরোধ দেখা গেছে৷ ‘করোনা বন্ড’-এর প্রবক্তারা সেই আশঙ্কা দূর করতে এই তহবিল সাময়িক রাখার ও শুধুমাত্র করোনা সংকট মোকাবিলার জন্য সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছেন৷

ইউরোগ্রুপের প্রধান মারিও চেন্তেনো জানিয়েছেন, আপাতত প্রায় ৫০ হাজার কোটি ইউরো মূল্যের এক ‘সেফটি নেট’ তহবিলের বিষয়ে ঐকমত্যের চেষ্টা চলছে৷ এমন পদক্ষেপের প্রশ্নে তেমন কোনো মতবিরোধ হবে না বলে মনে করা হচ্ছে৷ ইউরো এলাকার বেলআউট তহবিল কাজে লাগিয়েই সেই ‘সেফটি নেট’-এর ব্যবস্থা করার কথা চলছে৷ 

Related posts:

সেহেরি-ইফতার সামগ্রী নয়, গরিবদের টাকা দিন: ক্যাব-সহসভাপতি
করোনা: দৈনিক মৃত্যুতে রাশিয়া, সংক্রমণে শীর্ষে জার্মানি
আসন্ন রোজা উপলক্ষে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বাটাকে আবার জরিমানা
মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগে আগ্রহী
২৫ হাজার ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা, নতুন মৃত্যু ২১
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সরকার, চলছে প্রণোদনার প্রস্তুতি
নির্দেশনা অমান্য, ক্রেডিট কার্ডে দিতে হচ্ছে বাড়তি সুদ
চুক্তিতে যাত্রী নিচ্ছে মোটরসাইকেল, নিরাপত্তাহীনতায় গ্রাহকরা
চুক্তি করে চাল সরবরাহ না করা মিলের তালিকা চায় খাদ্য অধিদপ্তর
২৬-২৭ মার্চ রাজধানীতে সীমিত থাকবে যান চলাচল