অবৈধ সিন্ডিকেট ভাঙ্গার দাবিতে ক্যাবের র‌্যালি ও মানববন্ধন শনিবার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ‘অবৈধ সিন্ডিকেট ভাঙ্গা এবং পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবিতে প্রতিবাদ র‌্যালি ও মানববন্ধন করবে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আগামী শনিবার (০৪ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নং সেক্টরের কেন্দ্রীয় পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শরিফুর রহমান।

ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৩ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুমতাজুল করিম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা সুলতানা (পপি) ও ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ।

Related posts:

ক্যাবের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সরকারের ডিম আমদানির সিদ্ধান্তে সন্তুষ্ট ক্যাব
ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন বৃহস্পতিবার
ন্যায্যতা উপেক্ষা করে গ্যাস বাণিজ্য কার স্বার্থে
অবৈধ সংযোগ কতো জানে না তিতাস, গোয়েন্দা হস্তক্ষেপ চায় ক্যাব
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল এবং মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে পাঠানোর দাবিতে ক্যাব’র বক্তব্য
‘ভোক্তা স্বার্থ সুরক্ষায় ক্যাবকে প্রহরীর ভূমিকা রাখতে হবে’
ঈদকে সামনে রেখে পণ্যের মূল্য লাগামহীন
মধ্যবিত্তরাও টিসিবির ট্রাকের পিছনে দৌঁড়াচ্ছে : নাজের হোসাইন
অসাধূ ব্যবসায়ীদের শাস্তি না দিলে রমজানে দাম আরও বাড়বে: ক্যাব