সরকারের ডিম আমদানির সিদ্ধান্তে সন্তুষ্ট ক্যাব

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ডিম বিক্রি হওয়ায় বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় সীমিত পর্যায়ে ডিম আমদানির যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সন্তোষ প্রকাশ করেছে।

ক্যাব মনে করে সরকারের এই সিদ্ধান্তের বাস্তবায়নে নির্ধারিত প্রতি পিস ডিম ১২ টাকায় বা তার কমে ভোক্তারা কিনতে পারবেন।

ইতোপূর্বে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ডিমের দামের ওপর আলোচনা সভায় ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত প্রতি পিস ডিম ১২ টাকার নীচে না নামলে ডিম আমদানি করার সুপারিশ করেছিল ক্যাব। ক্যাব মনে করে ডিম আমদানির ফলে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে ডিম কিনতে পারবে এবং স্থানীয় বাজারে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ডিম সাশ্রয়ী মূল্যে বাজারে বিক্রি হবে। দেশে ডিমের বাজার একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে।

ডিম ছাড়াও পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্তের জন্যও ক্যাব সরকারকে ধন্যবাদ জানাচ্ছে।

Related posts:

জ্বালানি সনদ চুক্তি থেকে মুখ ফেরালো ইউরোপীয় কমিশন: ক্যাবের অভিনন্দন
অভিযানেও থামছে না অসাধু ব্যবসায়ীদের তৎপরতা
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধি, ক্যাবের মানববন্ধন বুধবার
কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যুতে ক্যাব পরিবারের শোক
জ্বালানির মূল্যবৃদ্ধি রোধে ক্যাবের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
পণ্যমূল্যে নিষ্পেষিত মানুষের কাছে উন্নয়ন অর্থহীন: ক্যাব সভাপতি
ক্যাব'র সভাপতি গোলাম রহমান, সম্পাদক হুমায়ুন কবীর
বিইআরসি আইন বাস্তবায়ন জরুরি (নাগরিক সভা-১, শেষ পর্ব)
'ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ কার্যক্রম' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সেহেরি-ইফতার সামগ্রী নয়, গরিবদের টাকা দিন: ক্যাব-সহসভাপতি