সবক্ষেত্রেই ভোক্তারা প্রতারিত হয়ে থাকেন: জামিল চৌধুরী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামিল চৌধুরী বলেছেন, প্রত্যেকটি দল আর সংগঠনের নিজস্ব কালার আছে। কিন্তু ভোক্তাদের কালার একটাই, আমরা সবাই ভোক্তা।

সোমবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাব হলরুমে ক্যাবের জেলা কমিটির সদস্যদের সাথে এক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামিল চৌধুরী বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটিই পরিচয় তা হলো ভোক্তা। এ জন্যই ভোক্তাদের সংগঠিত হতে হবে। নিরাপদ খাদ্য, নায্যমূল্যের পণ্য ও সেবা প্রাপ্তি সবক্ষেত্রেই ভোক্তারা প্রতারিত হয়ে থাকেন। যদি ভোক্তাদের মধ্যে জোট থাকে তাহলে প্রতারিত হওয়ার সুযোগ কম।

সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, স্বেচ্ছাশ্রম আর পকেটের টাকা খরচ করে ক্যাব সদস্যরা সারাদেশে ভোক্তা-অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। ক্যাবের আন্দোলনের ফসল এখন ভোক্তাদের ঘরে যাচ্ছে। বিশেষ করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন পাশ ও অধিদপ্তর স্থাপন, এনার্জি রেগুলেটরি কমিশন গঠন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ভোক্তা স্বার্থ রক্ষার বিষয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ক্যাব।

দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে ভোক্তা স্বার্থের বিষয়ে সচেতন করার মাধ্যমে ভোক্তা-অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ক্যাবের ছায়াতলে আসার আহ্বান জানান জামিল চৌধুরী।

বাংলাদেশে ভোক্তা-অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাবের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং সর্বোপরি ভোক্তাদের জোটবদ্ধ করার লক্ষ্যে সারাদেশে সফরের অংশ হিসেবে সোমবার তিনি মেহেরপুরে আসেন।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিকুল আলম।

সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মতামত তুলে ধরেন ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, সাংবাদিক রাশেদুজ্জামান, ক্যাব গাংনী উপজেলা শাখা সভাপতি মাহবুব আলম ও ক্যাব সদস্য দিলারা জাহানসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাব মেহেরপুর জেলা শাখার সদস্যবৃন্দ।

Related posts:

তেলের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত নয় : ক্যাব
এক সঙ্গে কাজ করবে ভোক্তা অধিকার ও ক্যাব
বোতলজাত পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন মঙ্গলবার
ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসাধূ ব্যবসায়ীদের শাস্তি না দিলে রমজানে দাম আরও বাড়বে: ক্যাব
মেহেরপুরে আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান ) আইনটি বাতিলের দাবি বিশিষ্টজনদের
গাংনীতে ইটভাটার ট্রলি চাপায় ভাটা শ্রমিক নিহত
‘সরকারের ব্যর্থতা পরোক্ষভাবে ভোক্তার উপরে চলে আসে’
অবৈধ সিন্ডিকেট ভাঙ্গার দাবিতে ক্যাবের র‌্যালি ও মানববন্ধন শনিবার