ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কক্সবাজারে ক্যাবের মানববন্ধন

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কক্সবাজার জেলা শাখা।

সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজার পৌরসভার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু সমীর বরন পাল।

বিশেষ অতিথি ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহম্মদ নূরুল আলম, কক্সবাজারে কর্মরত এনজিও সমিতির সাধারণ সম্পাদক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) জেলা সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ড্রামের নিষিদ্ধ খোলা তেল, পঁচা বাসি খাবার না খাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে না থাকাসহ বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে বক্তব্য রাখেন।

Related posts:

চিকিৎসকদের প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণায় ক্যাবের উদ্বেগ
ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন বৃহস্পতিবার
রোগীদের কষ্ট লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি ক্যাবের
মেগা প্রকল্পে ধীরগতি চট্টগ্রামে জলাবদ্ধতায় দায়ী: ক্যাব
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে
গ্যাস-বিদ্যুৎখাতে স্বচ্ছতা নিশ্চিত করেই ভর্তুকি কমানো সম্ভব: গোলাম রহমান
তেলের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত নয় : ক্যাব
টেকসই জ্বালানি খাত নির্মাণের লক্ষ্যে জ্বালানি রুপান্তর নীতি প্রণয়ন জরুরী
সেহেরি-ইফতার সামগ্রী নয়, গরিবদের টাকা দিন: ক্যাব-সহসভাপতি
উখিয়ায় রোহিঙ্গা শিবিরের ৫ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড