কেন্দ্রীয় কমিটির সাথে ক্যাব বাগেরহাটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অরিন্দম দেবনাথ: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে ক্যাবের বাগেরহাট জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী।

ক্যাবের বাগেরহাট জেলা কমিটির সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব দিরাই উপজেলার প্রফেসার মোস্তাহার মিয়া, ক্যাব সুনামগঞ্জের শাহজাহান সিরাজ, ক্যাব সিলেট বিভাগীয় কমিটির আলী আশরাফ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন ক্যাব বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ।

আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় ভদ্র, ক্যাব বাগেরহাটের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বসু, প্রচার সম্পাদক সুশান্ত কুমার দাস, সহ-প্রচার সম্পাদক কামরুজ্জামান মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বাগেরহাট চেম্বার অব কমার্সের পরিচালক সেলিম হাসান তরফদার, অমর বিশ্বাস, পুলক সাহা প্রমুখ।

বক্তারা বলেন, প্রথমে নিজের বিবেককে জাগ্রত করতে হবে এবং সম্মিলিত ভাবে কাজ করতে হবে, তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

Related posts:

বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা
ক্যাবের কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে হবে: জামিল চৌধুরী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ক্যাবের ক্যাম্পেইন
গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশণা চেয়েছে ক্যাব
ভোক্তা অধিকারে অভিযোগ করে হারিয়ে যাওয়া পণ্যের ক্ষতিপূরণ পেলেন প্রবাসী
মানিকগঞ্জ ক্যাবের সভাপতি ছানু, সম্পাদক তুলিপ
ভেজাল রুখতে হলে সচেতনতার বিকল্প নেই
৯টাকার গ্যাস ২০ টাকা করতে গণশুনানিঃ উচ্চমূল্যে স্পট মার্কেট থেকে কেনার বিরোধিতা ক্যাবের
‘ভোক্তা অধিকার বিভাগ’ চায় ক্যাব
চট্টগ্রামে গ্যাস সংকট দূর করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ক্যাবের