আলু-পেয়াঁজ-ডিমের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযানকে ক্যাবের সাধুবাদ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হওয়ায় শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান মুন্সীগঞ্জে আলুর হিমাগারে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, দেশে আলুর কোনো ঘাটতি নেই। একটি অদৃশ্য হাত আলুর বাজারকে অস্থির করে তোলার চেষ্টা করছে। ওই হিমাগারে ১০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছেন রসরাজ বাবু নামে এক ব্যবসায়ী। পাকা রসিদ ছাড়া মোবাইলে দাম নির্ধারণ করে আলু বিক্রি করেছেন কি না এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় অসংগতি থাকায় এবং পাকা রসিদ ছাড়া আলু বিক্রি করায় ১০ হাজার বস্তা আলু জব্দ করে ২৭ টাকা কেজি দরে বিক্রির জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর ও পুলিশ সুপার মো. আসলাম খান।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে না আসা পর্যন্ত উল্লেখিত তিনটি পণ্যের বাজারে অভিযান অব্যাহত রাখার জন্য কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।