চাঁদপুরে ২০ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

ভোক্তাকন্ঠ ডেস্ক: চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের অভিযানে ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ মার্চ) রাত থেকে সকাল পর্যন্ত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট এবং শরীয়তপুর আলু বাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একাধিক চট্টগ্রামগামী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত চিংড়ি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।

Related posts:

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু, খুশি এজেন্সির মালিকরা
ভর্তির দাবিতে স্কুলের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছিল পচা-বাসি বিরিয়ানি
ওএমএসের আটার দাম বৃদ্ধি প্রস্তাব নাকচ
ডিএনসিসির মোবাইল কোর্টের মাধ্যমে চলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ
অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই বাজেটের প্রধান চ্যালেঞ্জ
বেড়েই চলেছে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, থেমে নেই ভোক্তা অধিদপ্তরের অভিযান
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
গ্রাহকদের ভোগান্তি : তিনদিন বিদ্যুৎ থাকবে না খুলনায়
গ্রাহকরা দু’একদিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন