হুটহাট বাড়ছে খেজুরের দাম

ভোক্তাকন্ঠ ডেস্ক: আর মাত্র দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাস সামনে রেখে বেশ জমজমাট হয়ে উঠেছে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার বাদামতলীর খেজুরের আড়তগুলো। তবে রোজাকেন্দ্রিক চাহিদা বাড়ায় কয়েক দিন ধরে হুটহাট করেই খেজুরের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাদামতলীর পাইকারি ব্যবসায়ীরা।

তারা জানিয়েছেন, বাদামতলীতে বর্তমানে খেজুরের ব্যবসা করছেন এমন ব্যবসায়ীর সংখ্যা শতাধিক। তবে খেজুর আমদানির সঙ্গে জড়িত গুটিকয়েক ব্যবসায়ী। মূলত এই আমদানিকারকদের ওপরই নির্ভর করে খেজুরের দাম বাড়বে নাকি কমবে। খেজুরের বড় আমদানিকারকদের মধ্যে রয়েছেন- হাজি বরাত মিয়া, হাজি সিরাজুল ইসলাম, হাজি আফসার উদ্দিন এবং সোলাইমান সেলিম।

ব্যবসায়ীরা আরও জানান, পুরো বছর যে পরিমাণ খেজুর বিক্রি হয় তার কয়েকগুণ বেশি বিক্রি হয় শুধু রোজার মাসে। এবারও রোজাকেন্দ্রিক খেজুর বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। বিক্রি বাড়ার কারণে গত ১৫ দিনে খেজুরের দাম মান অনুযায়ী কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গত দু-তিনদিন ধরে খেজুরের দাম হুটহাট বাড়ছে।