আজিজ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আজিজ ফার্মেসিকে নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নষ্ট ফ্রীজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সকল ঔষধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এছাড়াও হালিমা কসমেটিক্সকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ড্রাগ অ্যাক্ট ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় একটি প্রসাধনী দোকান ও একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।