খুলনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার খুলনা নগরীর শের-ই-বাংলা রোডে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করায় বিউটি বিস্কুট বেকারিকে ২০ হাজার টাকা এবং করিমনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নাইম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

অভিযানকালে সবাইকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের জন্য নিদের্শনা দেওয়া হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।