তারাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৪৬ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের তারাগঞ্জে অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

এদিন উপজেলার তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আজাহারুল ইসলাম ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অভিযানে খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল রং, সাল্টু, এ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানানো ও বিক্রি এবং ফ্রিজে পঁচা, বাসি খাবার ও অস্বাস্থ্যকর প্রকিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এছাড়াও, মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।

তদারকি অভিযানে সহায়তা করে তারাগঞ্জ থানা পুলিশ।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।