নিষিদ্ধ হর্ণ ব্যবহার করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচ জনকে মোট তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে নীলফামারী-সৈয়দপুর সড়কের কালিতলা এলাকায় অভিয়ান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ।

পরিবেশ অধিদপ্তর এতে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচ ট্রাক চালককে মোট তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় আটটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।