পরিচ্ছন্ন রেস্তোরাঁর অপরিচ্ছন্ন রান্নাঘর, জরিমানা ১০ হাজার টাকা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে মালঞ্চ রেস্তোরাঁকে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নগরীর ধাপের সাগরপাড়ায় অবস্থিত রেস্তোরাঁর গোপন রন্ধনশালায় তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

সেখানে ভিশন নোংরা পরিবেশে রান্না, এরারুট, টেস্টিং সল্ট, দুধসহ বিভিন্ন নিম্নমানের ফ্লেভার ও রং এবং পঁচা, বাসী খাবার ও খাদ্য উপকরণ মজুদ করে রাখায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি চলাকালে ওই প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজার উপস্থিত ছিলেন।

অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ।