বন্যায় ফের ফুলগাজীর ৫ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফের পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চার বার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই জনপথ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে পানি বাড়তে থাকে। বৃষ্টি না থাকলেও ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে ভেঙে যায় নদীর তীর রক্ষাবাঁধ।

ঢলে মুহুরী নদীর জয়পুর অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সদ্য মেরামতকৃত স্থান আবারও ভেঙে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর, কিসমত ঘনিয়া মোড়া, পূর্ব ঘনিয়া মোড়া, পশ্চিম ঘনিয়া মোড়া প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফুলগাজী-পরশুরাম সড়ক।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ফেনীর মহুরী ও কহুয়া নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাতকুচিয়ায় ও ঘনিয়ামোড়া নামে দু’টি স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।