কালীগঞ্জে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জে পাঁচটি মামলায় সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। সে সময় পাঁচটি মামলায় ওই এলাকার পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় তিনটি মামলায় চার হাজার, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় একটি মামলায় ৫০০ টাকা ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় একটি মামলায় এক হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের এ ধারা অব্যাহত থাকবে।

অভিযানে পাট অধিদপ্তরের গাজীপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কাইয়ুম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর