ফরিদপুরে তরমুজের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুরে তরমুজের আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা না থাকায় মেসার্স ফারহান এন্টারপ্রাইজ নামে একটি আড়তকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৫ মার্চ) দুপুরে ফরিদপুর সদরের কানাইপুর বাজারের বিভিন্ন তরমুজের আড়তে এ অভিযান চালানো হয়। এসময় তরমুজের মূল্য যাঁচাইসহ পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়। 

অভিযানে জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে তরমুজের বাজারে আমার নিয়মিত তদারকি করছি। তদারকির ফলে আজ প্রকারভেদে তরমুজ ৬০ টাকা থেকে শুরু করে বড় আকারের তরমুজ ২৫০ টাকায় বিক্রি হয়। আড়ত পর্যায়ে দাম অনেকটাই নিম্নমুখী। মূল্য তালিকা না থাকায় তরমুজের আড়ত মেসার্স ফারহান এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া বেশ কয়েকটি আড়তেও অভিযান পরিচালনা করা হয়।