রাজবাড়ীতে ডিম ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজবাড়ীতে পৌর ও সদর উপজেলাস্থ আড়তদার ও পাইকারি ডিম ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, জেলা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন আহম্মেদ ও রাজবাড়ী পৌর স্যানেটারী ইন্সপেক্টর মো. মোফাজ্জেল হোসেন।

সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ডিম ব্যবসায়ীদের উদ্দেশ্যে চলমান সময়ের বাজারে ডিম ব্যবসা পরিচালনা ও সকল প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম যথাযথ সরকারি বিধি ও নীতি নৈতিকতার অধীনে পরিচালনা করার জন্য উৎসাহ ও নির্দেশনা প্রদান করেন।

সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারাসমূহের প্রয়োগ ও ব্যবহার বিষয়ে বক্তব্য রাখেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

সভায় স্ব-স্ব ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও নিয়মিত বাজার তদারকি ও লিখিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা চলমান রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।