টাঙ্গাইলে পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: টাঙ্গাইলে পঁচা মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার আকুর টাকুর পাড়া বটতলা সিটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

তিনি বলেন, কসাইখানা পরিদর্শকের মাধ্যমে এ তথ্য জানতে পেরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশা মাংস ভান্ডারের মালিক পৌরসভার কলেজ পাড়ার মো. নুরনবী (৩২) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার হীরা মিয়া, টাঙ্গাইল সদর ভেটেরিনারি সার্জন ডা. আবু সাইম আল সালাউদ্দিন, কসাইখানা পরিদর্শক সোহেল রাজু।