ভুয়া চক্ষু ডাক্তারকে কারাদণ্ড

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ভুয়া চক্ষু ডাক্তারকে এক মাসের কারাদণ্ড ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় আদালত শহরের মেইন বাসষ্ট্যান্ড এলাকায় প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান ওই চিকিৎসা কেন্দ্রের পরিচালক।

এছাড়াও উপজেলার হরিন্দীয়া বাজারের মুদি ব্যবসায়ী হারুন অর রশিদের দোকানে খাদ্যদ্রব্যের মেয়াদ ও ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে তিন হাজার টাকা, শহরের হাসপাতাল সড়কের তুবা ফার্মেসীতে ঔষধের সঙ্গে খাদ্যদ্রব্য রাখার অপরাধে তিন হাজার টাকা ও কলেজষ্ট্যান্ড সংলগ্ন মৃধা ফার্মেসীতে ফার্মেসীর আড়ালে ডিপ্লোমা চিকিৎসক আসাদুজ্জামান নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চোখের রোগী দেখা ও ফি নেওয়ার
অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর মনিরুজ্জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।