৩ হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: শেরপুরে দু’জন মিষ্টি ব্যবসায়ী ও এক রেস্টুরেন্ট ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ার মোর্শেদ শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও রেস্তেরাঁয় এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় শহরের গোয়ালপট্টি মহল্লার দূর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে অবৈধ ভাবে ভেজাল খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় দূর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার এবং লোকনাথ
মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজারসহ মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, শহরের নবীনগর বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক হোটেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার দায়ে দুই হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ফুড ইন্সপেক্টর মো. শাহজাদা মিয়া ও পুলিশের একটি দল।