লালমনিরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

তৌহিদুল ইসলাম: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এমন প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক এ কে এম মাসুম উদ দৌলা।

সভায় অংশ নেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামছুল হক, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটনসহ ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় ভোক্তার অধিকার শীর্ষক বিভিন্ন বিষয় ওষুধের মূল্য, ইফতার সামগ্রীর গুণগত মান, চালের মূল্য, সবজির বাজার দর নিয়ে উম্মুক্ত আলোচনা হয়। নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়।