অবৈধ সিন্ডিকেট ভাঙার দাবিতে ক্যাব সিলেটের মানববন্ধন

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অবৈধ সিন্ডিকেট ভাঙ্গা এবং পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট শাখা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্দরবাজার কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব সিলেট শাখার সভাপতি জামিল চৌধুরী।

সাধারণ সম্পাদক পারভেজ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক এম শফিকুর রহমান, সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ডা. আব্দুর রকিব, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম আমিন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণীর অবৈধ সিন্ডিকেটের হাতে জাতি আজ জিম্মি হয়ে পড়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এহেন অবস্থায় সরকারের উচিৎ এ সকল অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়া। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ভোক্তাদের অধিকার খর্ব করা হচ্ছে। অবিলম্বে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারকে জোর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা ভোক্তাদের কথা বিবেচনা করে পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান।