অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউমার্কেটে মোতায়েন থাকবে পুলিশ

ভোক্তাকন্ঠ ডেস্ক:

ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে চলা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের কারণে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মার্কেট খোলার সময় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে সকালে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ। মোতায়েন রাখা হবে পুলিশ সদস্য। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা এ বিষয়টি দেখভাল করছেন যাতে ব্যবসায়ীদের দোকান খোলার সময় কোন ধরনের বাধা দেওয়ার বিষয় না হয়। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষকদের কথা বলার মাধ্যমে বিষয়টি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাজ্জাদুর রহমান আরও বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এছাড়া এখন রমজান মাস চলছে, সামনে ঈদকে কেন্দ্র করে মার্কেটকেন্দ্রিক যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অনেক ধৈর্য ধরেছে। পুলিশি অ্যাকশন নেওয়ার বিষয়ে মানবিকতা দেখানো হয়েছে।