আমদানি পণ্যের ছাড়ে হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আমদানি করা পণ্যের দ্রুত ছাড় নিশ্চিত করতে সুষ্ঠু বন্দর ব্যবস্থাপনা এবং কাস্টমস কর্তৃপক্ষ ও শিপিং এজেন্টদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন আমদানিকারকরা।

বুধবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংগঠনের এ-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভায় এ দাবি জানান তাঁরা।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সভায় আমদানিকারকরা অভিযোগ করেন, পণ্য ছাড় করার ক্ষেত্রে নানা হয়রানি করা হয়। এতে একদিকে পণ্য ছাড় করতে বাড়তি সময় লাগে, অন্যদিকে খরচও বাড়ে। এটি দেশের ব্যবসা ও উৎপাদনের ব্যয়কেও বাড়িয়ে দিচ্ছে।

সভায় চট্টগ্রাম বন্দরের টেস্টিং ল্যাবে অপ্রতুল সুবিধার বিষয়েও অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, ল্যাবে মাত্র একজন রাসায়নিক পরীক্ষক থাকায় পরীক্ষা কার্যক্রমে দেরি হয়। সব ধরনের রাসায়নিক পরীক্ষারও ব্যবস্থা নেই। এতে অতিরিক্ত খরচ বহন করতে হয়। এইচএস কোডের অনিচ্ছাকৃত ভুলের কারণে ২৫০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত জরিমানা করে থাকে কাস্টমস কর্তৃপক্ষ। আর শিপিং এজেন্টরা জাহাজ ভাড়ার বাইরে নানা ধরনের চার্জ আদায় করে থাকে। এর ফলে প্রায় দৈনিক ১০ কোটি টাকা বাড়তি গুনতে হচ্ছে।