ইএফডির দশম লটারির ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢকা:

ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে কেনাকাটায় ক্রেতাদের ভ্যাট দিতে উৎসাহিত করতে পুরস্কারের দশম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবনের সভাকক্ষে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. আব্দুল মান্নান সিকদার।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের ইস্যুকৃত চালানের ওপর এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে মোট ১০১টি পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার হবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এভাবে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার রয়েছে। এ লটারি থেকে পাওয়া পুরস্কারের টাকা সম্পূর্ণ আয়করমুক্ত বলে জানা গেছে।

লটারির ফলাফল এনবিআরের ওয়েবসাইট www.nbr.gov.bd এ পাওয়া যাবে।