ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে একদিনেই ৪০ পয়েন্ট যোগ হয়েছে।

সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানি দুটিই সূচকে ২৩ পয়েন্ট যোগ করেছে। সূচকের পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির লেনদেনও বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, ‘গতকাল লেনদেনের শুরুতেই সূচকে পয়েন্ট যোগ হয়। এরপর কিছুটা কমলেও ফের উত্থান হয়। দিনভর সূচকে উত্থান-পতনের মধ্যে দিনশেষে ডিএসইএক্সে দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৬৪ পয়েন্ট দাঁড়ায়। আগের কার্যদিবসে যা ছিল ৭ হাজার ২৩ পয়েন্টে।’

বাজার পর্যবেক্ষণে আরও দেখা গেছে, ‘ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬১১ দশমিক ৫৪ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫৯২ দশমিক ৩৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৪ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৫০৪ দশমিক ২৫ পয়েন্টে।’

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৩৫ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬১ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত ছিল ৪৮টি সিকিউরিটিজের বাজারদর।

খাত ভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, ‘গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ১২ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও জ্বালানি খাত। চতুর্থ অবস্থানে থাকা সাধারণ বীমা খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৭ শতাংশ। বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ দশমিক ৫ শতাংশ। এরপরে রয়েছে যথাক্রমে খাদ্য ও আনুষঙ্গিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাত। গতকাল সাধারণ বীমা খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল সিরামিক খাত, ২ দশমিক ১ শতাংশ।’

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, বিএসসি, বিএটিবিসি, একমি ল্যাব, বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা ও কাট্টলী টেক্সটাইল।

ডিএসইতে সমাপনী দরের ভিত্তিতে গতকাল দর বৃদ্ধির শীর্ষ সিকিউরিটিজ ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, একমি ল্যাব, বিডি থাই ফুড, তশরিফা ইন্ডাস্টিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কাট্টলী টেক্সটাইল, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বিডি থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, লিবরা ইনফিউশন, কুইন সাউথ, এনআরবিসি ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্সে, আলিফ ইন্ডাজি, বিডি ল্যাম্পস, অগ্নি সিস্টেমস ও ইয়াকিন পলিমার।