ঈদকে সামনে রেখে চামড়া ব্যবসায়ীদের ঋণের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্কঃ

সামনে কোরবানীর ঈদ। ঈদের সময়ে উদ্যোক্তারা যেন সহজ সর্তে ঋণ নিয়ে কাঁচা চামড়া কিনতে পারে সে লক্ষ্যে সহজ শর্তে পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, মাত্র ২ শতাংশ এককালীন জমা দিয়ে চামড়ার ঋণ পুনঃতফসিল করা যাবে। এই সুবিধা পেতে হলে ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ব্যাংকগুলো নিজেরাই এ ঋণ পুন:তফশিল করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,এ খাতের প্রায় ৭০ শতাংশই ঋণে খেলাপি হয়ে পড়েছে। করোনা কালীন সময়ে চামড়া ব্যবসায়ীদের নিকট প্রয়োজনীয় অর্থ প্রবাহ সচল রাখার উদ্দেশ্যে তাদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় ব্যাংক।

চামড়া শিল্পে কাঁচামালের প্রায় অর্ধেকের যোগান আসে ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া থেকে।এ সময় প্রকৃত ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থের যোগান না দিলে কাঁচামাল সংরক্ষণ করা সম্ভব নয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।