এক মাসে ১৬৪৬টি মামলা দিয়েছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য গত মাস (মার্চে) মোট ১৬৪৬টি মামলা দায়ের করেছে।

মামলার বিপরীতে ৩৯ লক্ষ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে বলে বিআরটিএ সূত্রে এতথ্য জানান গেছে।

তথ্য অনুযায়ী, ১০জন ম্যাজেস্ট্রেটের পরিচালনায় মার্চ মাসব্যাপী মোট ২১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

যেখানে সর্বমোট ১৬৪৬টি মামলা দায়ের করা হয়। এছাড়াও উক্ত মামলায় ৪০জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গ এবং ফিটনেস না থাকার কারণে ২৫টি যানবাহনের রুট পারমিট বাতিল করে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

মার্চের তুলনায় তার আগের মাস ফেব্রুয়ারিতে মামলার সংখ্যা, টাকার পরিমাণ এবং কারাদণ্ডের পরিমাণ কম রয়েছে।

ফেব্রুয়ারিতে ১৬৫টি কোর্ট পরিচালনায় ১১২৬টি মামলা দায়ের করা হয়। যেখানে জরিমানা করা হয়েছিল ২৭ লাখ ১৬ হাজার ৯৫০ টাকা।

সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে বিআরটিএ সারাদেশে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

পরিবহন নিয়ন্ত্রক নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন অনুসারে মামলাগুলি দায়ের করা হচ্ছে।

Related posts:

রবিবার পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন 
ভোক্তাকে সতর্ক থাকার আহবান ক্যাব সভাপতি গোলাম রহমানের
পদ্মা সেতুর উদ্বোধন: নতুন আরো ১৫ সেতু-ফেরির টোল মওকুফ
বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সাংস্কৃতিক-শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি
তিন শিক্ষার্থীকে অংশীজন সভার প্রতিনিধি করে প্রজ্ঞাপন জারি রেলপথ মন্ত্রণালয়ের
দোকানপাট ১- ১০ জুলাই রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার প্রজ্ঞাপন
বাহাদুরাবাদ ও বালাসীঘাটের মধ‍্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু 
‘ভোক্তা অধিকার নিশ্চিতে ডিজিটাল ব্যবস্থাপনায় জোড় দিচ্ছে সরকার’
করোনায় বাজার নিয়ন্ত্রনে রাজধানীর ১৩ টি বাজারে তদারকিমূলক অভিযান
ই-কমার্সের নিবন্ধন বাধ্যতামূলক,  উদ্বোধন অ্যাপ