কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার সমস্যায় ইএফটি বন্ধ

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার সমস্যার কারণে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে আন্তঃব্যাংক চেক লেনদেন।

ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বন্ধ থাকায় ব্যাংকগুলোর গ্রাহক ইলেকট্রনিক উপায়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারছেন না। তবে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে আজকের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

আজ সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে জানান, ‘আন্তঃব্যাংক চেক লেনদেনও চালু হয়েছে। ব্যাংকগুলোর মধ্যে চেক ক্লিয়ারিং, আরটিজিএস সেবা চালু হলেও বিইএফটিএন করতে সমস্যা হচ্ছে। তবে এ সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে, আশা করা যায় আজকের মধ্যেই সেটিও সচল হবে।’

জানা গেছে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর মাইক্রোসফট ও ভিএমওয়্যার- এই দুইটি প্রযুক্তি টিম এই সমস্যা সমাধানে কাজ করছে। বন্ধ থাকা এই দুটি সার্ভিসের মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে।

তবে রোববার (১৮ এপ্রিল) থেকে আন্তঃব্যাংক চেক লেনদেনও চালু হলেও বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বন্ধ সমস্যা থেকে যায়। বিইএফটিএনের মাধ্যমে প্রতিদিন প্রায় ২ হাজার কোটি টাকা লেনদেন হয়।

জাগোনিউজের সূত্রে, বিইএফটিএন’র সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশোধ, গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি ডিভিডেন্ট, ইন্টারেস্ট প্রভৃতি জমা করা এবং গ্রাহকের ব্যাংক হিসাব হতে ইউটিলিটি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস বিল) ঋণের কিস্তি, বীমা প্রিমিয়াম সহ ইত্যাদি আদায় করা যায়। এতে গ্রাহকের বাড়তি খরচ লাগে না।